Tips for relationship : পাঁচটি কথা অধিকাংশ নারীই স্বামীর কাছে না বলে গোপন করেন কিছু কিছু কথা ইচ্ছাকৃত, আবার কিছু সম্পর্ক ভালো রাখতে, নিজের সম্পর্কে বেশ কিছু তথ্য গোপন করে যান মেয়েরা। আসলে এমনটা করা কি ঠিক না?

এমন কি কথা আছে মেয়েরা বিয়ের পরেও স্বামীর কাছে বলতে চায় না?

Tips for relationship : পাঁচটি কথা অধিকাংশ নারীই স্বামীর কাছে না বলে গোপন করেন  
কিছু কিছু কথা ইচ্ছাকৃত, আবার কিছু সম্পর্ক ভালো রাখতে, নিজের সম্পর্কে বেশ কিছু তথ্য গোপন করে যান মেয়েরা। আসলে এমনটা করা কি ঠিক না?

Relationship real love


এমন কি কথা আছে মেয়েরা বিয়ের পরেও স্বামীর কাছে বলতে চায় না?

জীবনে অনেক কিছুই গোপনীয়তা বজায় রাখেন অনেকেই। কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত। আবার কিছু ক্ষেত্রে সম্পর্ক ভালো রাখতে নিজের সম্পর্কে অনেক তথ্য গোপন করে মেয়েরা। এমনকি, স্বামীর কাছেও কখনো বলতে পারেন না সে কথা। বিয়ের পরও কমবেশি প্রায় মেয়েরাই এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয়।


অ্যারেঞ্জ ম্যারেজ অথবা লাভ মেরেজ বিয়ের পরে অন্য রকম পরিবেশ ও আশপাশের মানুষগুলি হঠাৎ হঠাৎ পরিবর্তনের কারণে মেয়েরা কিছু দিন নিজকে একটু গুটিয়েই রাত্রে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এই সময়ে অনেক বিষয় মেয়েরা গোপন করে থাকেন ।


এমন কি কথা আছে যে মেয়েরা বিয়ের পরও স্বামীকে বলে না ।

কি কি কথা যে মেয়েরা বিয়ের পরে চাইলেও বলে উঠতে পারে না সেভাবে ।

1: অনেক মেয়েই নিজের অতীতের প্রেম ভালোবাসার সম্পর্কের কথা স্বামীর কাছে গোপন করে থাকেন । তারা ভাবেন সব কথা স্বামীর কাছে বললে হয়তো তার মনে সন্দেহ বাসা বাঁধতে পারে। তাই পুরনো সম্পর্ক নিয়ে কথা মন খুলে বলার মতো সাহস বা সুযোগ হয়ে উঠে না।

2: নতুন বিয়ের পর নিজের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে গিয়ে নানা রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কোনো আত্মীয়ের ব্যবহার বা কথায় কষ্ট পেতে পারেন। প্রথমত স্বামীর কাছ থেকে সেই সব কথা গোপন করার চেষ্টা করেন অনেকে মেয়ে।

3: শারীরিক বিভিন্ন সমস্যা অনেকের থাকে বিয়ের পর সেটা নিয়ে খুব একটা সহজ হতে পারে না অনেক মেয়েরা । বরং এ ধরনের পরিস্থিতি নিয়ে তাদের অস্বস্তিতে থাকতে হয়। এই স্বভাবের কারণে মেয়েদের অনেক জটিল ও কঠিন রোগ অনেক দেরিতে ধরা পড়ে থাকে ।

4: বাপের বাড়ির পারিবারিক সমস্যার কথা শুনলেও শ্বশুরবাড়ির লোকদের জানাতে লজ্জাবোধ করেন ।

5: যৌনজীবন নিয়েও মেয়েরা পছন্দ-অপছন্দ চাহিদা অথবা সমস্যার কথা অনেকই বলে উঠতে পারে না । সম্পর্ক গভীর হলেও কিছু ক্ষেত্রে মেয়েরা নিজের চাহিদার কথা বললেও বেশির ভাগ নারী পারে না। 

Post a Comment

0 Comments