A poor woman found a diamond in the forest :জঙ্গলে হীরার টুকরো পেলেন ইন্ডিয়ার মধ্যপ্রদেশের পুরুষোত্তমপুরের, এক দরিদ্র নারী যার নাম 'গেন্ডা বাই ' ।
জানা যায় গত বুধবার 6 সন্তানের মা 'গেন্দা ভাই' রান্নার কাজের জন্য লাকড়ি কুড়াতে গিয়েছিলেন ভারতের মধ্যপ্রদেশের পান্না জঙ্গলে । লাকড়ি কুড়াতে কুড়াতে একসময় তার চোখের সামনে হঠাৎ দেখল একটি হীরার টুকরো সেটি নিয়ে তার নিজের বসত বাড়িতে ফিরে আসেন। তারপর ওই হীরার টুকরো টি নিজের কাছে রাখেনি তিনি সরকারি সদর দপ্তরে জমা দিয়েছেন বলে জানা যায় । ভারতের মধ্যপ্রদেশের পান্নার ডায়মন্ড ইন্সপেক্টর অনুপম সিং বলেন নিলামে ওই হীরার দাম কমপক্ষে ২০ লাখ রুপি উঠতে পারে বলে ধারণা করা হয় ।
তবে মধ্যপ্রদেশের পান্না জেলা হীরার খনির জন্য বিখ্যাত । সরকারি কর্মকর্তারা জানিয়েছেন যে নারী হীরার টুকরো খুঁজে পেয়েছেন সেটি আনকার্ট অর্থাৎ পালিশ ছাড়া। হীরা টি শীঘ্রই নিলামের তোলা হবে বলে জানান, এবং তা থেকে পাওয়া টাকা সরকারি কর বাদ দিয়ে ওই নারীর হাতে তুলে দেওয়া হবে বলে জানান ।
হীরার টুকরো বিক্রির টাকা পেলে কি করবেন? জিজ্ঞেস করতে তিনি বলেন প্রথমে আমার নিজের বসত বাড়িটি মেরামত করব, তারপর ,আমার বিয়ের উপযুক্ত দুই মেয়েদের বিয়ের কাজে খরচ করবেন।
সূত্র :ইন্টারনেট।
0 Comments