Jumma Mubarak: আজ পবিত্র শুক্রবার গরিবের হজের দিন।
আজ পবিত্র শুক্রবার জুমার দিন, মুমিন মুসলমানদের জন্য ঈদের দিন । ঈমানদার মুসলমানদের জন্য ঈমান বৃদ্ধির দিন । অসহায় মুসলমানদের জন্য হজের দিন ।
পবিত্র জুমাবারে ছোট থেকে বড় সবাই জুমার নামাজ আদায় করতে মসজিদে হাজির হয় ।বাবা দাদার হাত ধরে ছোট শিশুরা আসে আনন্দ ভাগাভাগি করে নিতে সে যেন এক অপরূপ দৃশ্য ।এই দৃশ্য লেখা হয়ে থাকে আল্লাহ তায়ালার নিকট সংরক্ষিত । নামাজ মুসলমানের সংস্কৃতি, ঐতিহ্য, তুলে ধরে সমগ্র বিশ্বের কাছে ।
ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নামায হল জুমার নামাজ । আরবি থেকে এসেছে জুমা মানে কাতার বদ্ধ হওয়া ।
সপ্তাহের নির্দিষ্ট একটি দিন প্রাপ্তবয়স্ক মোমিন মুসলমান একটি নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত ভাবে একত্রিত হয়ে জোহরের নামাজের পর থেকে এই ফরজ নামাজ আদায় করেন সেজন্যই এই নামাজকে জুমার নামাজ বলা হয় ।
প্রথম হিজরী সন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন মহানবী সাঃ এর পৌঁছার দিনটি ছিল শুক্রবার ।
সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি সালাম গোত্রের উপত্যকায় পৌঁছাতে জোহর নামাজের সময় হয়ে যায় ।
সেখানে তিনি যোহর নামাজের পরিবর্তে পবিত্র জুম্মার নামাজ আদায় করেছিলেন আর এটাই ছিল প্রথম জুমার নামাজ মুসলিম ইতিহাসে ।
তবে আনুষ্ঠানিকভাবে জুমার নামাজের সূচনা হয়েছিল আরো অনেক পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনা যাওয়ার পর আনসার সাহাবীরা আলোচনায় বসে তার বলেন । অন্য সব ধর্মের সবার নির্দিষ্ট একটি দিন রয়েছে যে দিন সবাই একত্রিত হয় । আমাদেরও একটি নির্দিষ্ট দিন প্রয়োজন যেদিন আমরা সবাই একত্রিত হয়ে নামাজ আদায় করব। আল্লাহকে স্মরণ করব।
এবং তারা উক্ত আলোচনায় জানায় শনিবারে ইহুদিদের আর রোববারে নাসাদের জন্য নির্ধারিত । অবশেষে তারা শুক্রবারকে গ্রহণ করেছেন। এবং তারা এই দিনকে জুমার দিন নাম করণ ঘোষণা করছেন। - সীরাতুল মুস্তাফা ও দারসে তিরমিজি ।
জুমা নামে মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র আল কুরআনের একটি সূরা নাযিল হয়েছে পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন এ আল্লাহ তায়ালা এরশাদ করেন নামাজ শেষে তোমরা ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো আল্লাহকে অধিক স্মরণ কর । যাতে তোমরা সফল হও । (জুমুয়া, আয়াত -১০)
0 Comments