নোয়াখালীতে জুয়া খেলার সময় ৫ জুয়ারী আটক করেছে পুলিশ ।Police arrested five gamblers while gambling in Noakhali.
নোয়াখালী সদর উপজেলা কালিতারা এলাকায় অভিযান চালিয়ে একটি জুয়া চক্রের ৫ জুয়ারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (DB)। এসময় তাদের কাছ থেকে ১৬ শ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার (18 July) সকালে আটকদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে ।
আটককৃতরা হলেন: নোয়াখালী পৌর জালিয়াল এলাকার জামাল হোসেনের ছেলে চাঁন মিয়া হেলাল (২১) একই এলাকার আকরাম উদ্দিনের ছেলে আকবর হোসেন রাকিব (২২) আহসান উল্যার ছেলে তারেক উল্যাহ (২১) মহব্বতপুর গ্রামের আহাম্মদ উল্যার ছেলে টিপু উদ্দিন (২৫) ও মনু মিয়ার ছেলে ইমন হোসেন শিমুল (২৫) ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে সদর উপজেলার কালিতারা এলাকার একটি ঘরে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল ।
এসময় ওই ঘরে জুয়া খেলার আসরে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ।
0 Comments