আর একটি চুলও ঝরবে না সাদাও হবে না ।It is very easy to stop hair loss.Hair loss problem solution চুল পড়া রোধে করণীয়

 আর একটি চুলও ঝরবে না সাদাও হবে না ।

It is very easy to stop hair loss.

চুল পড়া বন্ধ করবে করলা ।

করলা



তরুণ থেকে শুরু করে বৃদ্ধ হওয়া পর্যন্ত অনেকেরই চুল ঝরে পড়তে পড়তে একসময় পুরো মাথায়টাই টাক হয়ে যায় । আর টাকমাথা নিয়ে অনেকেই দুষ্টামি ফাজলামি হাসাহাসি করে ।


 কিন্তু ইচ্ছে করলে চুল পড়া বন্ধ করা সম্ভব , প্রয়োজন হবে শুধু কিছুটা ছোট জাতের করলা ।




করলা তেতো হওয়ার কারণে অনেকেই খেতে চান না । 


আপনি জানলে অবাক হবেন করলার যত গুণ । এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, পটাসিয়াম, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম । করলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়াও কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিকস, হাঁপানি, রোগের সমস্যা কমাতে সাহায্য করে ।



এক মিনিট পড়ুন: খেজুর ভালো রাখার উপায় 



কিন্তু এই ছোট জাতের করলা যে চুলের যত্নেও লাগাতে পারেন তা কি কখনো ভেবে দেখেছেন?




চুলের যত্নে এটি কিভাবে ব্যবহার করবেন নিচে দেওয়া হল ।




খুব সহজে চুল পড়া বন্ধ করতে পারে করলা: আপনার কি প্রচুর পরিমাণে চুল ঝরে যাচ্ছে?




এই সমস্যা থেকে পুরোপুরি আপনাকে মুক্তি দিতে পারে করলা । 




ব্যবহার বিধি: প্রথমে করলা নিয়ে ব্লেন্ডার অথবা পেস্ট করে রস বের করে নিন তার সঙ্গে কিছুটা চিনি মিশিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগান । 


তারপর আধাঘন্টা অপেক্ষা করুন।


করলার রস গুলো চুলে শুষে নেওয়ার পর নরমাল তাপমাত্রার পানি দিয়ে চুল গুলো ধুয়ে ফেলুন ।


নিয়মিত করলার রসের সাথে চিনির মিশ্রণ ব্যবহার করার পর দেখবেন চুল পড়া অনেকটাই কমে গেছে । এছাড়াও করলার রস চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে ।






খুশকির সমস্যা কমাতে করোলা যেভাবে ব্যবহার করবেন: অতিরিক্ত খুশকির কারণে চুল পড়ার পরিমাণ বেড়ে যায় । 


 মাথার তালুতে ঘা এর কারণে ও হতে পারে এই খুশকি । এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে করলা ।


একটুকরো করলা নিয়ে চুলের গোড়ায় ঘষুন ।


এভাবে প্রতিদিন নিয়মিত ছোট জাতের করলা টুকরো ব্যবহার করলে কিছু দিন পর দেখবেন চুলে আর কোনো খুশকির অস্তিত্ব নেই ।






তরুণদের চুলপাকা সমস্যা কমাতে করোলা যেভাবে ব্যবহার করবেন: অনেকেরই অল্প বয়সে চুল পাকতে শুরু করেন । আবার দীর্ঘদিন চুলের যত্ন না নিলে ধীরে ধীরে চুলের উজ্জ্বলতা হারিয়ে ফেলে । এই ধরনের সমস্যার জন্য করলা বেশ কার্যকরী নিয়মিত এভাবে করোলা ব্যবহার করলে চুল আবারও কালো হতে পারে ।




ধন্যবাদ ।

Post a Comment

0 Comments