যৌন হয়রানি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অভিযুক্ত শিক্ষার্থীদের বরিষ্কারের কথা জানালেন ভিসি।

যৌন হয়রানি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অভিযুক্ত শিক্ষার্থীদের বরিষ্কারের কথা জানালেন ভিসি।

ছবি: প্রতীকী 

গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ছাত্রী যৌন নির্যাতনে শিকার হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে অজ্ঞাতনামায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন । ছাত্রীরা, রাত ৯টার দিকে বিভিন্ন হলের সামনে পরে রাত ১০টার সময় উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে রাত ১টা পর্যন্ত দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।

 এ ঘটনায় দায়ের করা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ চারজনকে র‍্যাব আটক করেছে ।

যৌন হয়রানির ঘটনার সম্পৃক্ত থাকায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই তিন জনকে আজীবনের জন্য বরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।


আজ (২৩ জুলাই) বিকেলেই ডিসিপ্লিনারি কমিটি নিয়ে বৈঠকে বসবেন বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ড.রবিউল হাচান ।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন দু-একদিনের মধ্যে তাদের বরিষ্কার করা হবে ।

Post a Comment

0 Comments