One year in prison for saying I love you আই লাভ ইউ বলার কারণে এক বছরের জেল দিল আদালত

 India মুম্বাইয়ের ঘটনা বালিকাকে I Love you বলার কারণে এক বছরের জেল দিল আদালত মামলাটি 2015 সালের ওই সময় বালিকা অষ্টম শ্রেণিতে পড়ত। অভিযোগ, তখন থেকেই বালিকাকে ওই ব্যক্তি নানা ভাবে ইভটিজিং করতেন ।

Proposing image


১৩ বছরের এক কিশোরীকে ‘আই লাভ ইউ’ বলায় বছর তিরিশের এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড দিল মুম্বাইয়ের আদালত সেই সঙ্গে ১০ হাজার টাকার জরিমানাও করা হয়েছে বলে জানা গেছে ।

মামলাটি 2015 সনের ওই সময় কিশোরী অষ্টম শ্রেণিতে পড়ত অভিযোগ তখন থেকেই কিশোরীকে নানা ভাবে ইভটিজিং করতেন ওই ব্যক্তি ওই বছরের 17 এপ্রিল মায়ের সঙ্গে বইয়ের দোকানে গিয়েছিল বালিকা ফেরার পথে এক অপরিচিত ব্যক্তি কিশোরীর খুব কাছে চলে আসেন। তাঁকে দেখেই বালিকা চিৎকার করতে শুরু করে। কিশোরীর চিৎকার শুনে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি। 


তাঁকে এক বার দেখেই কিশোরীর মা চিনে ফেলে ওই ব্যক্তি তাঁদের একই এলাকার। কিশোরী তার মাকে জানিয়েছিল, ১৫ দিন ধরে ওই ব্যক্তি তাকে ফলো করছিল। তাকে ‘আই লাভ ইউ’ বলে। এর পর থানায় মামলা করেন কিশোরীর পরিবার। সেই অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

 অভিযুক্ত ব্যক্তি দাবি করেছিল কিশোরীর মদ খেয়ে এলাকায় বিভিন্ন ঝামেলা করতেন তিনি প্রতিবাদ করায় কারণে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন ।

অবশেষে মামলাটি ১ এ জুলাই মুম্বইয়ের আদালতে আনা হয়। আদালত জানায় অপরাধের প্রকৃতি বিবেচনা করে এবং ওই ব্যক্তি অপরাধী কিনা এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


Post a Comment

0 Comments