হাতিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দুই জেলে দগ্ধ । Two fishermen were burnt in gas cylinder explosion in Hatia.
ছবি: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
আহত ব্যক্তিদের মধ্যে দুজনই হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে মো.রাকিব (৩৫) ও একই ইউনিয়নের বাসিন্দা সামছুদ্দিন (৩৭)।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে হাতিয়া উপজেলার দমার চরের দক্ষিণ পাশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে জানান ।
নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো.দিনাজ উদ্দিন , ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকজন জেলে বৃহস্পতিবার দুপুরের দিকে একটি মাছ ধরার ট্রলার নিয়ে হাতিয়ার বন্ধর টিলা ঘাট থেকে মেঘনা নদী হয়ে বঙ্গপোসাগরের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রা পথে মাছ ধরার ট্রলারটি দমারচর এলাকার মেঘনা নদীর অংশে পৌঁছলে নৌকায় থাকা রান্না করার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। এতে নৌকায় থাকা দুই জেলে আগুনে ঝলসে যায়। ওই সময় পাশে থাকা মাছ ধরার অন্য আরেকটি নৌকার জেলেরা তাদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেয়।
ভুক্তভোগী জেলে রাকিব জানান,তরকারি রান্নার সময় গ্যাসের চুলার আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ট্রলারে থাকা তেলে আগুন ছড়িয়ে পড়লে পুরো ট্রালারে দ্রুত ভস্মিভূত হয়ে যায়। দগ্ধ দুই জেলের শরীরের একাধিক স্থানে পুড়ে যায়। স্থানীয় ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। নৌকার মাঝি গুরুত্বর দগ্ধ বলেও জানান জেলে রাকিব ।
0 Comments