যৌবন ধরে রাখতে ইনজেকশন ব্যবহার করলেন রোনালদো । Cristiano Ronaldo is using injections.

যৌবন ধরে রাখতে ইনজেকশন ব্যবহার করলে রোনালদো ।


বয়স ছুঁয়েছে ৩৭ এ তবু যেন ক্রিশ্চিয়ানো রোনালদোর শরীরে নেই বয়সের কোনো ছাপ পড়েনি । এখনও তাগড়া জোয়ানের মতোই  শরীর পর্তুগিজ এই সুপারস্টার । তবে এর পেছনে রয়েছে বিশেষ এক ধরনের ইনজেকশনের প্রভাব।

Hatiyadailyupdate
ছবি: ক্রিশ্চিয়ানো রোনালদো


এবার তিনি যৌবন ধরে রাখতে কড়াভাবে রুটিন মেনে চলেন । শারীরিক গঠন সহজাতভাবেই একটু বেশি পোক্ত , সেটি ঠিক রাখতে তিনি অনুসরণ করেন একটি নির্দিষ্ট খাদ্যঅভ্যাস এবং ব্যায়ামও করেন নিয়মিত। এর সঙ্গে নতুন রুটিনে যোগ হয়েছে বোটক্স নামের ইনজেকশনের ।


মুখে এরই মধ্যে বেশ কয়েকবার বোটক্স ইনজেকশন ব্যবহার করেছেন । তবে এবার মার্কার প্রতিবেদনে জানা যায় , যৌনাঙ্গেও এই একই ইনজেকশন ব্যবহার করেন এই পর্তুগিজ সুপারস্টার। যা কি না যৌনাঙ্গের পুরুত্ব বৃদ্ধিতে সহায়তা করে থাকে।


 এই বোটক্স নামের ইনজেকশনের বিশেষত্ব হলো, এটি  যৌনাঙ্গের পুরুত্ব এক থেকে তিন সেন্টিমিটার বাড়িয়ে দিতে পারে, যা প্রায় দুই বছর জন্য স্থায়ী হয়ে থাকে । এই চিকিৎসার জন্য কোনো প্রকার কাটাছেঁড়ার প্রয়োজন পড়েনা । যদিও এই চিকিৎসা কতটুকু কার্যকর এ নিয়ে সন্দেহ আছে । 


এই চিকিৎসা পদ্ধতি নিয়ে থাকে নীল ছবির অভিনেতারা তাদের গোপনাঙ্গ কে বিভিন্ন দৃশ্যে বড় দেখানোর জন্য । তবে রোনালদো নীল ছবি না করলেও  সেটাই এবার ব্যবহার করলো ।


ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের যৌবন ধরে রাখতে মুখের পাশাপাশি যৌনাঙ্গেও বোটক্স ইনজেকশন ব্যবহার করেন । স্থানীয় পত্রিকা লা রাজনের বরাত দিয়ে এ খবর জানাচ্ছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ।

Post a Comment

0 Comments