জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার নোয়াখালীর হাতিয়া উপজেলার ৪৩৯ টি গৃহহীন পরিবার পেলে নতুন ঘর ।On the occasion of the birth centenary of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, Prime Minister's Gift 439 homeless families of Noakhali's Hatia Upazila will get new houses.
Hatiya: তাহেরা বেগম ৩৯ স্বামী প্রতিবন্ধী পাঁচ সদস্যের পরিবার তাদের । নদী ভাঙ্গনে ভিটে মাটি হারায় তিন বছর আগে অন্যের বাড়িতে অস্থায়ীভাবে বসবাস করতেন অস্থায়ী বসবাস করা অবস্থায় বড় মেয়ে নাজমাকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করাতে গিয়ে স্থায়ী ঠিকানার অভাবে ফেরত আসতে হয় ।
তাহেরা এখন প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসবাস করেন একটি ঘর পেয়েছেন তিনি সাথে দুই শতক জমিও রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে ।
তার বড় মেয়েকে প্রাথমিক বিদ্যালয় ভর্তি করিয়েছেন বলে জানান। তিনি হাঁস-মুরগি পালন করেন, ও নকশী খাতা তৈরি করে বিক্রি করেন ।
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামে সরকারি আশ্রয়ন প্রকল্পের আট নং ঘরে , তিনি বসবাস করেন ।
এই সরকারি আশ্রয়ন প্রকল্পে তাহেরা সহ আরো ৩২ টি পরিবার সবার গল্প প্রায় একই রকম। কেউ স্বামী পরিত্যক্ত, কেউ নদী ভাঙ্গনের কবলে সব হারিয়েছেন, আবার কেউ একসময় সরকারি বেড়ি বাঁধের পাশে বসবাস করতেন ।
এখন তাদের পরিবর্তন হয়েছে জানা যায় । এখন প্রায় প্রতিটি পরিবার এই কোন না কোন ভাবে উপার্জন করছেন কেউ ঘরের সামনে নকশি পাটি তৈরি করছে কেউ নকশি কাঁথা কেউ হাস মুরগি পরিচর্যা করছেন । এই ঘর পেয়ে সবাই খুশি ।
জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে ঘর পেয়েছে তাহেরা সহ 439 টি গৃহহীন পরিবার । মোট তিন ধাপে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ১৪০ টি সোনাদিয়া ইউনিয়নের ৪৭ টি চরকিং ইউনিয়ন ২২২ টি এবং তমরুদ্দি ইউনিয়নে ৩০ টি ঘর গৃহহীনদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়েছে ।
এর মধ্যে সোনা দিয়ে ইউনিয়নের 51 টি ঘর এর চাবি একুশে জুলাই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে ।
সংগৃহীত: ইন্টারনেট
0 Comments