মোবাইল রেখে জীবন উপভোগ করার কথা বলছেন আবিষ্কারক মার্টিন কুফার। Enjoy life without your mobile phone inventor Martin cooper.
ছবি:মার্টিন কুফার
স্মার্টফোনে অতিরিক্ত সময় ব্যয় করছেন না তো?
তাই যদি হয় আপনার জন্য বিশেষ সতর্কবার্তা মোবাইল আবিষ্কারক মার্টিন কুফার ।
৯৩ বছর বয়সে আমেরিকান ইঞ্জিনিয়ার মতে যেসব ব্যক্তিদের ৫ ঘন্টার বেশি সময় মোবাইল ফোনে দিয়ে থাকেন তাদের জীবন উপভোগ করা উচিত বলে জানান তিনি।
একটি মার্কিন টেলিভিশন অনুষ্ঠানে মার্টিন কুফার জানিয়েছেন সারাদিনে খুব কম সময় তিনি ফোন ব্যবহার করেন । বলেন দিনের ৫ শতাংশ কম সময় ফোন ব্যবহার করি । এরপরে সঞ্চালক প্রশ্ন করেন । যে সব ব্যক্তি দিনে পাঁচ ঘন্টার বেশি সময় মোবাইলে দিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? উত্তরে বললেন, কেউ কি সত্যিই দিনে ৫ ঘণ্টার বেশি সময় মোবাইলে দিয়ে থাকেন? আমার উপদেশ হলো জীবনটাকে উপভোগ করুন ।
আরো পড়ুন: ব্রেন এর কার্যক্ষমতা ঠিক রাখতে
নিজে মোবাইল ফোনের উদ্ভাবক হলেও অতিরিক্ত সময় মোবাইলের পিছনে ব্যয় না করার পরামর্শ দিয়েছেন মার্টিন কুফার । আরো বলেন মানুষের উচিত ফোনের পিছনে অতিরিক্ত সময় না দিয়ে জীবনটাকে উপভোগ করা ।
মার্টিন কুফার প্রথম ওয়ারলেস ফোন আবিষ্কার করে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন।
১৯৭৩ সালে motorola dynatac 8000x নামের এই মোবাইল ফোনটি আবিষ্কার করেছিলেন ।
একবার সার্জ দিলে ২৫ মিনিট কথা বলা যেত ।
মোবাইল ফোনের কাজ শুরু করার সময় তিনি ডিজাইনের কথা চিন্তা করেছিলেন এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। তিনি বলেন ডিভাইসটি এত ছোট হতে হবে যাতে পকেটে ঢুকে যায় । এবং দৈর্ঘ্য নিয়ে বিবেচনা করা হয়েছে যাতে মানুষের কান থেকে মুখ পর্যন্ত হয়ে থাকে ।
আরো পড়ুন: আপনার সঙ্গিনী আপনাকে সত্যিই ভালোবাসে
ওয়ারলেস ফোন ছাড়াও motorola তে চাকরিরত অবস্থায় অনেক মোবাইল ফোন তৈরি করেছিলেন । এছাড়াও রাস্তায় পুলিশের হাতে যে ওয়ারলেস অকিটকি রেডিও সিস্টেম ডিভাইস দেখে থাকেন সেটিও মার্টিন কুফারের আবিষ্কৃত ।
শিকাগোর ইলিনয় ইন্সটিটিউট অফ টেকনোলজি , থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রী অর্জন করেন ১৯৫০ সালে । পরে মার্কিন নৌবাহিনীতে যোগ দিয়ে কোরিয়া যুদ্ধের সময় দায়িত্ব পালন করেছিলেন । যুদ্ধের পর টেলিটাইপ কর্পোরেশনে যোগ দিয়েছেন এবং ১৯৫৪ সালে মোটোরোলার সঙ্গে কাজ শুরু করেছিলেন ।
0 Comments