মোবাইল রেখে জীবন উপভোগ করুন আবিষ্কারক মার্টিন কুপার Enjoy life without your mobile phone inventor. Martin Cooper

মোবাইল রেখে জীবন উপভোগ করার কথা বলছেন আবিষ্কারক মার্টিন কুফার। Enjoy life without your mobile phone inventor Martin cooper.

Hatiyadailyupdate
ছবি:মার্টিন কুফার 

স্মার্টফোনে অতিরিক্ত সময় ব্যয় করছেন না তো?
তাই যদি হয় আপনার জন্য বিশেষ সতর্কবার্তা  মোবাইল আবিষ্কারক মার্টিন কুফার ।
৯৩ বছর বয়সে আমেরিকান ইঞ্জিনিয়ার মতে যেসব ব্যক্তিদের ৫ ঘন্টার বেশি সময় মোবাইল ফোনে দিয়ে থাকেন তাদের জীবন উপভোগ করা উচিত বলে জানান তিনি। 

একটি মার্কিন টেলিভিশন অনুষ্ঠানে মার্টিন কুফার জানিয়েছেন সারাদিনে খুব কম সময় তিনি ফোন ব্যবহার করেন । বলেন দিনের ৫ শতাংশ কম সময় ফোন ব্যবহার করি । এরপরে সঞ্চালক প্রশ্ন করেন । যে সব ব্যক্তি দিনে পাঁচ ঘন্টার বেশি সময়  মোবাইলে দিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? উত্তরে বললেন, কেউ কি সত্যিই দিনে ৫ ঘণ্টার বেশি সময় মোবাইলে দিয়ে থাকেন? আমার উপদেশ হলো জীবনটাকে উপভোগ করুন ।


নিজে মোবাইল ফোনের উদ্ভাবক হলেও অতিরিক্ত সময় মোবাইলের পিছনে ব্যয় না করার পরামর্শ দিয়েছেন মার্টিন কুফার । আরো বলেন মানুষের উচিত ফোনের পিছনে অতিরিক্ত সময় না দিয়ে জীবনটাকে উপভোগ করা ।


মার্টিন কুফার প্রথম ওয়ারলেস ফোন আবিষ্কার করে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন।
১৯৭৩ সালে motorola dynatac 8000x নামের এই মোবাইল ফোনটি আবিষ্কার করেছিলেন ।
একবার সার্জ দিলে ২৫ মিনিট কথা বলা যেত ।
মোবাইল ফোনের কাজ শুরু করার সময় তিনি ডিজাইনের কথা চিন্তা করেছিলেন এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। তিনি বলেন ডিভাইসটি এত ছোট হতে হবে যাতে পকেটে ঢুকে যায় । এবং দৈর্ঘ্য নিয়ে বিবেচনা করা হয়েছে যাতে মানুষের কান থেকে মুখ পর্যন্ত হয়ে থাকে ।


ওয়ারলেস ফোন ছাড়াও motorola তে চাকরিরত অবস্থায় অনেক মোবাইল ফোন তৈরি করেছিলেন । এছাড়াও রাস্তায় পুলিশের হাতে যে ওয়ারলেস অকিটকি রেডিও সিস্টেম ডিভাইস দেখে থাকেন সেটিও মার্টিন কুফারের আবিষ্কৃত ।

শিকাগোর ইলিনয় ইন্সটিটিউট অফ টেকনোলজি , থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রী অর্জন করেন ১৯৫০ সালে । পরে মার্কিন নৌবাহিনীতে যোগ দিয়ে কোরিয়া যুদ্ধের সময় দায়িত্ব পালন করেছিলেন । যুদ্ধের পর টেলিটাইপ কর্পোরেশনে যোগ দিয়েছেন এবং ১৯৫৪ সালে মোটোরোলার সঙ্গে কাজ শুরু করেছিলেন ।


Post a Comment

0 Comments